Khotna

Khotna
device circumcision

বাসায় খতনা করার আগে অবশ্যই এই নিয়ম গুলো জানুন

বাসায় কেন খতনা করবেন না কারন এটি একটি মাইনর অপারেশন। যেকোন অপারেশন সুন্দর করে করার জন্য
অবশ্যই প্রফেশনাল চিকিৎসক এবং জীবানু মুক্ত পরিবেশ প্রয়োজন। বাসায় খতনা করার ফলে যেকোন দূর্ঘটনা
ঘটতে পারে। যেগুলো ম্যানেজ করা বাসায় সম্ভব নয়।

বাসায় খতনা করলে বেশ কিছু জটিলতা তৈরি হতে পারে এবং শিশুর বিভিন্ন সংক্রমণ ঝুঁকি তৈরি হয়।

বাসায় কেন খতনা করবেন না
বাসায় কেন খতনা করবেন না

বাসায় খতনা করলে যেসকল সমস্যা তৈরি হতে পারে-

ইনফেকশনের ঝুঁকি: বাসা বাড়িতে সুন্নতে খতনা বা মুসলমানি করলে জীবাণুমুক্ত পরিবেশ থাকে না। জীবাণুমুক্ত পরিবেশের অভাবে শিশুর ইনফেকশন হতে পারে। 

অপারেশনে যেকোন জটিলতা: যেহেতু সুন্নতে খাতনা দেন মুসলমানি একটি অপারেশন। এই অপারেশন সঠিক ভাবে সম্পূন্ন করতে বিভিন্ন ধরনের সরঞ্জামের প্রয়োজন হয়। বাসা বাড়িতে খতনা করার সময় সব ধরনের সরঞ্জাম থাকেনা। সরঞ্জামের অভাবে যদি কখনো কাটা জায়গা থেকে অতিরিক্ত রক্তপাত শুরু হয়। এই রক্তপাত সঠিক সময়ে বন্ধ না করতে পারলে শিশুর বড় জটিলতা তৈরি করতে পারে। 

দক্ষতার অভাব: একজন রেজিস্টার চিকিৎসকই শুধুমাত্র খতনার কাজ সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন। যদি দক্ষতার অভাবে সুন্নতে কথা বা মুসলমানের কাজে কোন ধরনের ভুল হয়। তাহলে এই ভুল কখনোই সমাধান করা যায় না। তাই অবশ্যই সুন্নতে খাতনা একজন প্রফেশনাল চিকিৎসকের মাধ্যমে করানো উচিত। 

সচেতনতার অভাব: খতনা করানোর আগে এবং খতনা করানোর পর সঠিক পরিচর্যার কথা না জানার কারণে অনেক সময় শিশুদের নানা ধরণের জটিলতা পোহাতে হয়। 

ভয় ভীতি: বাড়িতে খতনা করার কারণে অনেক সময় শিশুরা অতিরিক্ত মাত্রায় ভয় ভীতি পায়। এই ভয় বেশি পাওয়ার অন্যতম কারণ হচ্ছে বাড়িতে যদি সমবয়সী বা বয়সে একটু বড় ছেলেরা থাকে। সেকল ছেলেরা যার খতনা হবে তাকে বিভিন্ন ধরনের কথা বলে ভয়-ভীতি দেখানোর চেষ্টা করে। যেটি শিশুর মনে ভয়ের বড় আকার ধারণ করে। 

ব্যথা: বাড়িতে খতনা করার কারণে অনেক সময় শিশুদের ব্যথা না থাকার পরেও জোরে জোরে কান্নাকাটি করতে দেখা যায়। এই জোরে জোরে কান্নাকাটি থেকে শিশুর পেনিক ডিসঅর্ডার হতে পারে।





যে কারনে বাসায় খতনা করবেন না-

যেহেতু খতনা সারা জীবনে একজন ছেলে মানুষের জন্য একবারই করতে হয়। অবশ্যই এই খতনাটি একজন
পেশাদার চিকিৎসকের মাধ্যমে ক্লিনিক বা হাসপাতালে গিয়ে করানো সর্বোত্তম। যেহেতু সুন্নতে খতনা বা মুসলমানি
একটি মাইনর সার্জারি। তাই এটির জন্য একটি জীবানুমুক্ত সর্বোত্তম পরিবেশ প্রয়োজন।

একজন প্রফেশনাল চিকিৎসককে আপনি কখনোই বাসায় নিতে পারবেন না। কখনোই কোন প্রফেশনাল
চিকিৎসক বাসায় গিয়ে সুন্নতে খাতনার সেবা দিবে না। অদক্ষ হাজার বা উস্তাদরা বাসায় গিয়ে সুন্নতি খাতনা করে
থাকেন। এই সকল হাজাম বা উস্তাদের হাতেই খতনা ভুল হয়। 

সুন্নতি খাতনার সেবার জন্য অবশ্যই সকলের উচিত দক্ষ চিকিৎসকের হাতে সুন্দরভাবে সুন্নতে খাতনা সম্পূন্ন করা।
এতে সুন্নতি খতনা বা মুসলমান যেমন সুন্দরভাবে হবে। তেমনি ভাবে ইনফেকশন হওয়ার আশঙ্কা থাকবে না। 




বাসায় খতনা করার আগে অবশ্যই এই নিয়ম গুলো জানুন

হাজাম, গুনি বা ওস্তাদ দিয়ে বাড়িতে সুন্নতে খাতনা করানোর বিষয়টি চিকিৎসা বিজ্ঞানে স্বীকৃত নয়। 

খতনা করার জন্য কিছু অত্যাবশ্যকীয় বিষয় থাকে। যে বিষয়গুলো জেনে খতনা সিদ্ধান্ত নেয়া সর্বোত্তম। 


হাজাম বা গুনি বাড়িতে খতনা করার সময় শিশুর পুরুষাঙ্গের সঠিক গঠন সম্পর্কে না জানার কারনে চামড়া কম

বেশি করে কাটেন। এতে পুরুষাঙ্গের ব্যাপক ক্ষতি হয়। হাজামরা একই কাঠি এবং চামড়া কাটার ছুড়ি একাধিক

জনকে ব্যবহার করার কারনে পুরুষাঙ্গে ইনফেকশন সৃষ্টি হয়। যেই ইনফেকশনের ঘা শুকাতে অনেকদিন সময়

লাগে। অনেক ক্ষেত্রে দেখা যায় শিশুর গ্ল্যান্স পেনিস কাটে ফেলে এবং এতে করে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে

শিশুর মৃত্যু পর্যন্ত হয়। 


উপসংহার:অবশ্যই কখনোই বাসায় সুন্নত থেকে আপনি করানো উচিত না। প্রফেশনাল চিকিৎসক দ্বারা চেম্বার, হাসপাতাল

অথবা ক্লিনিকে গিয়ে নিরাপদ, স্বাস্থ্যসম্মত এবং জীবানু মুক্ত পরিবেশে শিশুর সুন্নতি খতনা বা মুসলমানি করাবেন।

এতে করে শিশু যেমন সুস্থ থাকবে তেমনিভাবে কোন ধরনের ইনফেকশন হওয়ার আশঙ্কা থাকবে না। 


 আরো পড়ুন: সারকামসিশন খৎনা মুসলমানি সার্জারির পর কীভাবে দ্রুত আরোগ্যলাভ করতে পারেন?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.