সুন্নতে খতনার জন্য অবশের কোন পদ্ধতি নিরাপদ
সুন্নতে খতনা যেহেতু একটি মাইনর সার্জারী। তাই অবশ্যই সুন্নতে খতনা করার জন্য অবশ করে নেয়া জরুরী। সুন্নতি খৎনা মুসলমানির সময় কোন ধরনের অ্যানেস্থেশিয়া (অবশ করার পদ্ধতি) নিরাপদ তা নির্ভর করে রোগীর বয়স এবং শারীরিক কন্ডিশনের ওপর।
শিশুদের বয়স বেদে অবশের পদ্ধতি
০-১০ বছর বয়সীদের ক্ষেত্রে লোকাল এনেস্থিসিয়া (Local Anesthesia) সবচেয়ে নিরাপদ এবং সব থেকে বেশি প্রচলিত।
এই পদ্ধতির ক্ষেত্রে ইনজেকশন বা রিং ব্লক করে শুধুমাত্র সুন্নতে খাতনা মুসলমানির অংশটুকু অবশ করা হয়। ৪৫ থেকে ৬০ মিনিট পর্যন্ত অবসের স্থায়িত্ব থাকে।
লোকাল এনেস্থিসিয়া (অবশ) দ্বারা খাৎনা করলে যেসকল সুবিধা রয়েছে:
- দ্রুত ক্ষত/কাটা জায়গা শুকায়
- সাইড ইফেক্ট (পার্শ্বপ্রতিক্রিয়া) একদমই কম
- বড় ধরনের কোন ঝুঁকি নেই
- শিশুর শ্বাসপ্রশ্বাস বা হৃদযন্ত্রে প্রভাব পড়ে না
লোকাল এনেস্থিসিয়া (অবশ) দ্বারা খাৎনা করলে যেসকল অসুবিধাগুলো রয়েছে:
- ইনজেকশন পুষ করার সময় সামান্য একটু ব্যথা লাগে।
- ছোট শিশু বা যে সকল বাচ্চারা ভয় পায়। তারা একটু কান্না করতে পারে বা নাড়াচাড়া করতে পারে
নিরাপত্তার দিক থেকে অবশের এই পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
ঘুমের মেডিসিনের (লাইট সেডেশন) সাথে লোকাল এনেস্থিসিয়া
এই পদ্ধতির খতনা বর্তমানে দেশের আধুনিক অনেক ক্লিনিকে ব্যবহার হচ্ছে। Midazolam বা Ketamine অল্প ডোজে দেয়া হয় এবং তারপর লোকাল এনেস্থিসিয়া দেয়া হয়।
ঘুমের মেডিসিনের (লাইট সেডেশন) সাথে লোকাল এনেস্থিসিয়া সুবিধা সমূহ:
- শিশু ঘুমন্ত অবস্থায় থাকে
- সার্জন আরামে খতনা করতে পারেন
ঘুমের মেডিসিনের (লাইট সেডেশন) সাথে লোকাল এনেস্থিসিয়া অসুবিধা সমূহ:
- সেডেশনের জন্য দক্ষ এনেস্থেওলজিস্ট (অবশের ডাক্তার) প্রয়োজন
- শিশুর শারীরিক কন্ডিশন ঠিক না থাকলে বিপজ্জনক হতে পারে
প্রাপ্ত বয়স্কদের খতনার ক্ষেত্রে অবশের পদ্ধতি
প্রাপ্ত বয়স্কদের খতনার জন্য লোকাল এনেস্থিসিয়া (Local Anesthesia) বা ডরসাল পেনাইল ব্লক (Dorsal Penile Block) পদ্ধতি সব থেকে নিরাপদ, কার্যকরি এবং জনপ্রিয়। প্রাপ্ত বয়স্ক রোগীরা অনেক সচেতন থাকেন এবং ওনাদের ব্যথা অনুভূত হয় না।
যদি কোন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি অতিরিক্ত ভয় পায়। তখন কোমর অবশ করে সুন্নতে খতনার সেবা দিতে পারেন। Spinal Anesthesia (কোমর অবশ) নিরাপদ। এতে কোন বড় ধরনের ঝুঁকি নেই।
সাধারন এনেস্থিসিয়া (General Anesthesia) মানে পুরো ঘুম
পুরো অজ্ঞান (General Anesthesia) শুধুমাত্র বিশেষ অবস্থায় ব্যবহার করা হয় যেমন (অটিজম প্রতিবন্ধি, ছোট শিশু বা অতি ভয় পাওয়া রোগী)। এই পদ্ধতির অবশে তুলনামূলক ঝুঁকি বেশি থাকে। তাই সাধারন খতনায় এটি প্রয়োজন হয় না।
সুন্নতে খতনা মুসলমানির জন্য বয়স বেদে অবশের পদ্ধতির একটি চার্ট উল্লেখ করা হলো
- নবজাতক থেকে ৬ মাস বয়সীদের জন্য লোকাল এনেস্থিসিয়া সবচেয়ে নিরাপদ।
- ৬ মাস থেকে ১০ বছর বয়সীদের জন্য লোকাল এনেস্থিসিয়া + হালকা সেডেশন (প্রয়োজনে) একদম নিরাপদ।
- ১০ বছর + থেকে প্রাপ্ত বয়স্কের জন্য লোকাল বা Dorsal Block শতভাগ নিরাপদ।
- জটিল খতনা বা ভয় পাওয়া রোগীদের ক্ষেত্রে Spinal Anesthesia বা সেডেশন অবশের পদ্ধতি প্রয়োজনে ব্যবহার করা যায়।
- বিশেষ ক্ষেত্রে (প্রতিবন্ধি বা ভয় পাওয়া) শিশু বা ব্যক্তির জন্য ব্যবহার করা যাবে কিন্তু এতে তুলনামূলক ঝুঁকি বেশি।
অভিজ্ঞ চিকিৎসক দ্বারা আধুনিক খতনার সেবা নিতে ফাতেমা ডিভাইস কসমেটিক সুন্নতে খতনা সেন্টারে যোগাযোগ করুন।


.webp)
কোন মন্তব্য নেই