সুন্নতে খতনা কি: সুন্নতে খৎনা কিভাবে করানো হয়
সুন্নতে খাতনা আদিকাল থেকেই মুসলিম ধর্মের একটি বিধান। সময়ের পরিক্রমায় এখন সুন্নতে খাৎনা মুসলমানির আধুনিক অনেক পদ্ধতি বের হয়েছে।
সুন্নতে খাতনা যেহেতু একটি মাইনর সার্জারী। তাই এই ছোট অপারেশন করতে অবশ্যই অ্যানেস্থেশিয়া বা অবশের প্রয়োজন। সুন্নতি খৎনা মুসলমানির জন্য লোকাল এনেস্থিসিয়া সব থেকে বেশি জনপ্রিয় এবং নিরাপদ। শুধুমাত্র পেনিসের জায়গাটুকু অবশ করা হয়। লোকাল এনেস্থিসিয়া ৪৫-৬০ মিনিট পর্যন্ত অবস করে রাখতে পারে।
সুন্নতে খৎনার ঝুঁকি:
সুন্নতে খতনা মুসলমানি যেহেতু একটি সার্জারী। তাই এই ছোট অপারেশনটি হতে হবে একজন অভিজ্ঞ চিকিৎসকের হাতে। যিনি খুব যত্নের সাথে খতনার সেবা দিবেন। যখন ডিভাইস কসমেটিক খতনা চিকিৎসক ছাড়া অপেশাদার কারো হাতে হয় তখনই এতে নানা ধরনের ভুল হয়। কারন, অপেশাদার ব্যক্তি কখনোই খতনার সময় পেনিশের চামড়া কতটুকু কাটতে হবে সেটা সঠিক মাপ জানেন না।
পেনিশের এনাটমি, ফিজিওলজি না জেনে যখন খতনা করা হয়। তখনই মূলত নানা ধরনের ভুল হয়। এই সব ভুলে কখনো কখনো শিশু মারাও যেতে পারে। তাই অবশ্যই খতনার আগে বিস্তারিত জেনে নিবেন।
সুন্নতে খৎনা মুসলমানির ফি বা খরচ কত?
সুন্নতে খতনা বা মুসলানি যেহেতু একটি মাইনর অপারেশন। তাই এই অপারেশন বা সুন্নতে খতনার ফি নির্ধারিত নয়। এটি নির্ভর করে ডাক্তারের অভিজ্ঞতা, প্রতিষ্ঠানের সেবার মান, ভ্যালু, পরিবেশের উপর। এক এক জায়গায় এক এক চিকিৎসক এক এক রকম ফি নিয়ে থাকেন। আমরা আনুৃানিক একটি হিসাব দিচ্ছি।
ম্যানুয়াল খতনা ফি (সেলাই ব্যান্ডেজের খতনা) ৪০০০-৬০০০৳
তুরস্কের ডিভাইস কসমেটিক সুন্নতে খৎনা ফি ৫০০০-১০৫০০৳
স্টেপলার খতনা ফি ১২০০০-২২০০০৳
FAQ
Q: কসমেটিক সুন্নতে খৎনা কি?
A: যে খতনায় কাটা জায়গা রিকোভার হওয়ার পর কোন দাগ থাকে না এবং আউটলুক দেখে কাটা বুঝা যায় না। সেটিকে কসমেটিক খতনা বলে।
Q: সুন্নতে খতনা মুসলমানির পর করণীয় কি?
A: সুন্নতে খৎনা বা মুসলমানির পর অবশ্যই নিয়মিত ঔষধ খেতে হবে। ভিটামিন সি ও ডি জাতীয় খাবার বেশি খেতে হবে। চিকিৎসকের দেয়া পরামর্শ অনুসরণ করতে হবে। যেকোন জটিলতায় চিকিৎসকের সরনাপন্ন হতে হবে।
Q: Device Cosmetic circumcision in Dhaka
A: Fatema Device Circumcision Center is the Best Device circumcision center in Dhaka. There are 14 branches all over Bangladesh.
আরো পড়ুনঃ সুন্নতে খতনার জন্য অবশের কোন পদ্ধতি নিরাপদ
আরো পড়ুনঃ ডিভাইস কসমেটিক সুন্নতে খতনা কি, কেন করবেন: আধুনিক খৎনা পদ্ধতি, কিভাবে করানো হয়, সুবিধা ও সতর্কতা


.webp)
কোন মন্তব্য নেই